শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

"বাংলাদেশের বন্যা ভারতের বাঁধের কারণে হয়নি" - পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত


বাংলাদেশের সবচেয়ে বড় পানিসম্পদ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত নিশ্চিত করলেন যে "ভারত বাঁধ ছেড়ে দিছে" এটা সম্পূর্ণ গুজব এবং বন্যা ডুম্বুর বাঁধের কারণে হয়নি।


তিনি বলেন, 

“গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ। কিন্তু এখন বন্যা হয় না। কারণ হচ্ছে ডুম্বুর বাঁধ পানি ধরে রাখে। এই বাঁধটা ভারত করেছিল তাদের উপকারের জন্য, তাতে আমাদেরও কিছু


উপকার হয়েছিল। চট্টগ্রাম-রাঙ্গুনিয়ায় আগে প্রতিবছরই বন্যা হতো, এখন হয় না। কারণ কাপ্তাই বাঁধ ঐ পানি ধরে রাখে।ডুম্বুর বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুতের ভেতর ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পায়। এই ৩০ বছরেই আমরা কী করে ভুলে গেলাম যে প্রতিবছরই বন্যা হতো!” 


আরও বলেন,

“আমার ধারণা, গোমতীর অবস্থা কী, তা ভারত জানিয়েছে। তিন-চার দিন আগে থেকেই আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্রগুলো এই তথ্য জানিয়ে আসছে। আমরা বিষয়টি দেখিনি, পূর্বাভাসের তথ্য নাড়াচাড়া করি নি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কুষ্টিয়ার সকল মন্দির কতৃপক্ষ জন্মাষ্টমী উদযাপনের বাজেটের এক অংশ বন্যাকবলিতদের সহায়তায় পাঠাবে

 কুষ্টিয়া জেলার সকল মন্দিরের প্রধানদের সঙ্গে আসন্ন ২৬শে আগস্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এই সিদ্ধান্তে উপনীত  হয়েছে যে...